গ্লাডিওলাস
পরিচিতি
ফুলের নামঃ গ্লাডিওলাস
ইংরেজী নামঃ Sword lily
বৈঞ্জানিক নামঃ Gladiolus sp
পরিবারঃ Iridaceae
ল্যটিন
ভাষায় ‘গ্লাডিওলাস’ মানে তালোয়ার। এর পাতার চেহারা অনেকটা তালোয়ারের
মত বলে এর এ
নাম। সুন্দর
পুষ্পদন্ড ও
আকর্ষনীয় রঙিন ফুলএবং ইহা দীর্ঘকাল সজীব থাকার কারনে সকলের কাছে বিশেষভাবে সমাদৃত। পুষ্পদন্ডে
ফুলগুলি একেএকে দীর্ঘদিন ধওে ফুটতে থাকে। এর বাজার মূল্য খুব বেশি হওয়ায় বাণিজ্যিকভাবে এর চাষও লাভজনক।
ব্যবহার
সাধারনত কাট ফ্লাওযার হিসাবে ব্যাপকভাবে ব্যবহার হয়।
জাত
উল্লেখযোগ্য উন্নত জাত গুলি হল - আমেরিকান বিউটি,অ্যাংলিয়া,
ব্লু-স্কাই, ইউরোভিসন, ফ্রেন্ডশিপ, হার ম্যাজেষ্টি, হান্টিংসং, জেস্টার, মাসাগ্নি, নোভালাক্স, অস্কার, পিটার পিয়ার্স, প্রিসিলা, রোজ ফায়ার, সুচিত্রা, ইয়োলো স্টোন, উইন্ড সং ইত্যাদি।
উৎপাদন মেীসুমঃ সেপ্টেম্বর মাস।
জলবায়ু ও
মাটি
গ্লাডিওলাস ১৬ক্ক-৪০ক্ক সেলসিয়াস
তাপমাত্রা সহ্য করতে পাওে। তবে ফুল ধরবার সময় তাপমাত্রা কম থাকা এবং বৃষ্টি না হওয়া প্রয়োজন। ১২ ঘন্টা দিনের আলো এবং সূর্যালোকিত পরিবেশে গ্লাডিওলাস ভাল হয়। জোরালো
বাতাসের হাত হতে রক্ষা করার জন্য ক্ষেতের ধারে বায়ু নিরোধক গাছ লাগানো উচিত।
সুুনিস্কাশিত উর্বর নিরপেক্ষ মাটি এই ফুল চাষের জন্য উপযোগী।
বংশ বিস্তার
কন্দ বা কর্ম (ঈড়ৎস) এবং কর্মলেট(ঈড়ৎসষবঃ) দ্বারা এর বংশ বিস-ার হয়ে থাকে। কম গভীরতায় কন্দ লাগিয়ে এবং পুষ্পদন্ড অপরিণত অবস'ায় কেটে দিয়ে অীধক সংখ্যক কর্মলেট উৎপাদন করা যায়। সেপ্টেম্বর
মাসের মাঝামাঝি সময়ে লাগানো হয়।
কন্দ শোধন
শাধনঃ কন্দ লাগানোর আগে ১৫-২০ক্ক সেলসিয়াস
উষ্ণতার জলে ২৪
ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। রোগগ্রস-
কর্মলেট জলে ভেসে উঠে, ফলে এ
গুলিকে বাদ দেওয়া সহজ হয়।
রোপন দুরত্ব
৫ সেমি. ব্যাসযুক্ত কর্মলেট
মূল জমিতে কন্দ বা বীজ হিসাবে ২০
সেমি.ক্ম৩০ সেমি. দুরত্বে এবং ৭
সেমি. গভীরতায় বসানো হয়। প্রতি বিঘা জমিতে ২০
হাজার কন্দ বসানো যায়। একবার কন্দ বসালে ৪-৫ বছর ফুল সংগ্রহ করা যায়।
জমি তৈরী ও সার প্রয়োগ
মে- জুন মাসে জমিতে চাষ দিয়ে ১৪-১৫ দিন কালো পলিথিন দিয়ে মালচিং কওে রাখা উচিত। এতে জমির মাটিতে থাকা অধিকাংশ রোগজীবানু মরে যায়। এরপর প্রতি বিঘা জমিতে ২.৫ টন জৈবসার জমির মাটির সঙ্গে মিশাতে হবে। শেষ চাষের সঙ্গে প্রতি বিঘা জমিতে ৬
কেজি টিএসপি, ৬
কেজি এমপি সার মিশাতে হবে। চারা বের হওয়ার পর ৩০-৪০ দিন পর পর ২-৩ কেজি ইউরিয়ার সঙ্গে অল্প পরিমান মিশ্র-অনুসার মাটিতে প্রয়োগ করতে হবে।
আন্ত-পরিচর্যা ও সেচ
চারা বের হওয়ার ৩০
দিন পর হতে ৪-৫ বার নিড়ানী দিয়ে আগাছা তুলে ফেলতে হবে ও
গোড়ার মাটি আলগা করে দিতে হবে। প্রয়োজনানুযায়ী
হালকা সেচ ও
জমে থাকা পানি বের করে দিতে হবে।
রোগ ও
পোকা দমণ
গ্লাডিওলসের প্রধান সমস্যা হল রোগ। ছত্রাক
ঘটিত ঢলে পড়া, ঘাড় পচা, কন্দ পচা, পাতা ও
ফুল ধসা রোগ দ্বারা গ্লাডিওলাস বেশী আক্রান- হয়।
কন্দ শোধনের জন্য ৪৮ক্ক
সে. উষ্ণতার গরম জলে ব্যাভিস্টিন ও
ক্যাপটান মিশিয়ে কন্দ ৩০
মিনিট ডুবিয়ে রাখতে হবে এবং মাটি শোধনের জন্য ৪
গ্রাম ব্লু - কপার ১
লিঃ জলে ও
০.১% ব্যাভিস্টিন
সেপ্র করে এ
রোগ নিয়ন্ত্রন করা যায়। সুস' সবল ঝাড় হতে কন্দ সংগ্রহ করা, কন্দ শোধন করে সংরক্ষণ করা এবং কন্দ শোধন কওে জমিতে বসানোর মাধ্যমেও রোগ নিয়ন্ত্রন করা যায়।
ফলন
প্রতি বিঘাতে ২০
হাজার কন্দ লাগানো হলে বছরে প্রায় ২১-২২ হাজার পুষ্পদন্ড পাওয়া যায়।
বীজ সংরক্ষন
পুষ্পদন্ড কেটে নেওয়ার ৬-৮ সপ্তাহ
পর কন্দ তোলা হয়ে থাকে এবং ২-৩ সপ্তাহ
আগে হতে সেচ দেওয়া বন্ধ করাতে হবে। কন্দ তোলার পর এক সপ্তাহ ছায়াতে শুকাতে হবে। এরপর পাতা কেটে কন্দ পরিস্কার করে ০.২% ব্যাভিস্টিন
দ্রবণে ৩০
মিনিট ডুবিয়ে রেখে,এরপর ছায়াতে ২-৩ সপ্তাহ
শুকিয়ে ৩-৪ক্ক সেলসিয়াস
তাপমাত্রায় ও
৯০%
আপেক্ষিক আর্দ্রতায় বীজ হিসাবে সংরক্ষণ করতে হবে।